Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

গুরুত্বপূর্ন তথ্য/কার্যাবলীঃ-

ক) ট্রান্সমিটার পরিচিতি: এএম ট্রান্সমিটার ঃ-

এএম-১০ মিডিয়াম ওয়েভ ব্রডকাষ্ট ইলেকট্রনিক্স

ক্ষমতা: ১০ কিলোওয়াট

ফ্রিকুয়েন্সি: ১৩১৪ কিলো হার্জ।

কভারেজ এরিয়া: ৫৬ কিলোমিটার রেডিয়াস (দিনে)

                   ২৪ কিলোমিটার রেডিয়াস (রাতে)।

খ) ট্রান্সমিটার পরিচিতি: এফএম ট্রান্সমিটার ঃ-

এফএম-১০০.৮ মেগাহার্জ

ক্ষমতা: ১০ কিলোওয়াট

কভারেজ এরিয়া: ৫৬ কিলোমিটার রেডিয়াস (দিনে)

                   ২৪ কিলোমিটার রেডিয়াস (রাতে)।

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকুল রেখা বরাবর কক্সবাজার জেলা অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত জুড়ে এ জেলার অবস্থান। এছাড়া কুতুবদিয়া ও মহেশখালীর মত ঘনবসতিপূর্ণ দ্বীপ এবং পর্যটন আকর্ষক সেন্টমার্টিন দ্বীপটিও এ জেলায় আবস্থিত।

গ) বাংলাদেশ বেতার কক্সবাজারের কার্যক্রমের লক্ষ্যঃ-

০ শ্রোতাদের বস্ত্তনিষ্ঠ তথ্য প্রদান করা। জনগণের জীবনমান উন্নীতকরনের জন্য বেতার অনুষ্ঠান প্রচারের মাধ্যমে তথ্য প্রদান, শিক্ষাদান, সচেতনতা সৃষ্টি করা।

০ নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় আঞ্চলিক সংস্কৃতির চর্চা,বিকাশ ও বিসৃততির মাধ্যমে বিনোদন প্রদান করা।

০ সরকারের নীতি,কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে শ্রোতাদের অবহিত করা ও জনসাধারণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের উন্নয়নের সাথে সম্পৃক্ত করা।

০ নৈতিক,সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নত করা,এবং প্রচার প্রচারনার মাধ্যমে জনগণের আচরণের ইতিবাচক পরিবর্তন করা।

০ অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের লক্ষে কাজ করা এবং সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা কর।

ঘ)বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সেবাগ্রহীতা ঃ-

০ সকল শ্রেণী পেশা ও বয়সের সাধারণ শ্রোতাগোষ্ঠী।

০ অনুষ্ঠানে অংশ নেয়া-শিল্পী, কলা-কুশলী, শিক্ষক,সাংবাদিক,চিকিৎসক, ধর্মীয় নেতা, পেশাজীবিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

০ সরকারী দপ্তরের বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।ু

০ ক্রিড়া,শিল্প-সাহিত্য ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

ঙ)অনুষ্ঠানের আঙ্গিকঃ-

সংবাদ বুলেটিন,কথিকা,আলোচনা,সাক্ষাৎকার,প্রামাণ্য প্রতিবেদন,ফোন-ইন-প্রোগ্রাম,রীলে কার্যক্রম, গান, গীতিনকসা, গীতি আলেখ্য, জারীগান,পুঁথিপাঠ, নাটক, স্পট ড্রামা, শেলাগান, স্বাস্থ্য তথ্য, বিজ্ঞপ্তি, ঘোষণা, ম্যাগাজিন অনুষ্ঠান, চিঠি পত্রের উত্তর।

চ) অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সেবা প্রদানঃ-

১। কৃষি বিষয়ক অনুষ্ঠান

২। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান

৩। শিশুদের জন্য অনুষ্ঠান

৪। মহিলাদের জন্য অনুষ্ঠান

৫। নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের অনুষ্ঠান

৬। এটুআই সেবা কার্যক্রমের অনুষ্ঠান

৮। যুব সম্প্রদায়ের জন্য অনূষ্ঠান

৯। উপজাতীয়দের জন্য অনূষ্ঠান (রাখাইন)

১০। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠান

১১। উপকুলীয় জেলে সম্প্রদায়ের জন্য অনূষ্ঠান

১২। সংগীতঃ- রবীন্দ্র সংগীত, নজরূল সংগীত,পল্লীগীতি,দেশের গান, আধুনিক গান,আঞ্চলিক গান, লোকগীতি, ইত্যাদি সংগীত দিনব্যাপী প্রচারিত হয়। শ্রোতাদের অনুরোধের পছন্দের গানও প্রচারিত হয়।